সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ৩১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে ৩১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বিকেলে তিন বাহিনীর পক্ষ থেকে সেনা নিবাসের প্যারেড মাঠে এই কর্মসূচির অয়োজন করা হয় । বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান, নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ ও এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডোর কামরুল ইসলাম। এসময় জাতীয় সংসদের হুইপ শাসসুল হক চৌধুরীসহ চট্টগ্রাম এলাকার কয়েকজন সংসদ সদস্যসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং পার্বত্য অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সরকারের উন্নয়ন কর্মসুচির বাস্তবায়ন ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় সহায়তা করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।