সাংগঠনিক ভিত্তি ছাড়াই ৩৩ মাস যাবত খুঁড়িয়ে চলছে রাজশাহী জেলা বিএনপি
- আপডেট সময় : ০২:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
৩ মাসের আহ্বায়ক কমিটিতে চলছে ৩৩ মাস। তবু পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি রাজশাহী জেলা বিএনপি। ওলট-পালট অবস্থা মহানগর বিএনপিতেও। নিজেদের দলাদলি আর কোন্দলে উঠে দাঁড়ায়নি সাংগঠনিক ভিত্তি। ফলে এক সময়ের ঘাঁটি রাজশাহীতে এখন নেতৃত্ব দেউলিয়ায় বিএনপি।
২০১৯ সালের ৫ জুলাই তিন মাসের জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । তারপর ৩৩ মাস কেটে গেছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এখন দিগবিদিক নেতাকর্মীরা।
একই হাল রাজশাহী মহানগর বিএনপির। কেন্দ্র ঘোষিত কর্মসুচিতে এমন কর্মীহীন অনশনই জানান দিচ্ছে দলটি সাংগঠনিক দুরাবস্থা।
ডিসেম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি থেকে বাদ পড়েন মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের মতো প্রভাবশালী নেতারা। এতে ভাঙন ধরে নেতাকর্মীদের মধ্যে। যদিও তা মানতে নারাজ আহ্বায়ক।
দুর্বল নেতৃত্বের কারণে দল চরম সংকটে পড়েছে বলে মনে করেন এই নেতা।
দুটি গুরুত্বপূর্ণ ইউনিটকে গতিশালী করতে দলের নীতি নির্ধারকরা ভেবেচিন্তেই নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন বলে জানান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।