সাংবাদিক জামাল খাশোগির হত্যায় জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সাংবাদিক জামাল খাশোগির হত্যায় জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে তিন জনকে।
সোমবার দেশটির পাবলিক প্রসিকিউটর শালান আল শালান এর বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে খালাস পেয়েছেন যুবরাজ সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরা। প্রসিকিউটর জানান, এ হত্যা মামলায় সৌদি রাজপরিবারের সাবেক শীর্ষ উপদেষ্টা সৌদ আল কাহতানির বিরুদ্ধে তদন্ত করা হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে অভিযোগ ওঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে সৌদি আরব। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়।