সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে
- আপডেট সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। প্রতিনিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন।অনলাইন পোর্টাল বাংলা নিউজ জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম নিহতের ঘটনায় খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনার স্থানীয় সাংবাদিকরা।হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি তাদের।
দিনাজপুরে মানববন্ধন করেছে প্রেসক্লাবের সদস্যরা। বক্তারা বলেন, অবিলম্বে নাদিম হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলেও মানববন্ধন হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান আয়োজকরা।
হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে।
বরিশালে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদারীপুর প্রেসক্লাবের সামনে একই দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সাভারের বাইপাইল সড়কে মানববন্ধন করেছেন আশুলিয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।
একই দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিক নেতারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের সাংবাদিক সমাজ। একই দাবীতে সোচ্চার হয়ে ওঠেছে নাটোরে কর্মরত সকল সাংবাদিক। মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা।