সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুরহস্য উদঘাটনের দাবি সাংবাদিক নেতাদের
- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের মৃত্যুরহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সেই সাথে ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া ও পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে, আওয়ামী লীগ নেতারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
এই কান্না থামার নয়…. এই কান্না ভোলার নয়। পিতার কাঁধেই, যেখানে ছিল সন্তানের শেষ যাত্রার সমাধিস্থত করার দায়িত্ব। সেই নির্মম নির্দয় স্মৃতি প্রতিটি অশ্রু বিন্দুর মধ্যে দিয়ে জানান দিচ্ছে, সন্তান হারানোর বেদনা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এমন শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয় সাংবাদিক হাবীবুর রহমানের শোক সভায়।
এসময় হাবীবের সহকর্মী ও সাংবাদিক নেতারা তার স্মৃতি চারন করে বলেন, একটি আবেগের নাম হচ্ছে হাবীব। তার মতো প্রতিশ্রুতিশীল একজন সাংবাদিকের এমন রহস্যময় মৃত্যু মেনে নেয়া যায় না।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ডিপুটি প্রেস সচিব শাখাওয়াত মুন জানান, হাবীবের মৃত্যু নিয়ে নানা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তা নিরসনের পাশাপাশি হাবীবের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তারা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, গণমাধ্যম কর্মী হিসেবে হাবীব ছিল এক উজ্জ্বল নক্ষত্র।
শিগগিরি এই মর্মান্তিক দুর্ঘটনার রহস্য উন্মোচনে আইন শৃঙ্খলাবাহনী এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা হাবিবের পরিবার ও শুভানুধ্যায়ীদের।