সাংবিধানিকভাবেই দুর্বল নির্বাচন কমিশন : জি এম কাদের
- আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন সাংবিধানিকভাবেই অসহায় ও দুর্বল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনে অনিয়ম দুর্নীতি ঠেকাতে ইসিকে সাহায্য করা নির্বাহী বিভাগের দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনের নামে বিশৃংখলা ও নৈরাজ্য চলছে। দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা উত্তরের আহ্ববায়ক কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।
দলকে শক্তিশালী ও সুশৃংখল করতে আগামীতে ঢাকা দক্ষিন ও রাজধানীর সব থানার কমিটি করা হবে বলে জানান, জি এম কাদের।
বিএনপি ও আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন দল বলে দাবি করেন তিনি।
এর আগে সিইসি নুরুল হুদার সাথে বৈঠক করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ৬ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন তিনি। গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানির পাশাপাশি এলাকা ছাড়া করা হচ্ছে। প্রশাসনের কাছে গিয়েও তারা কোন সহযোগিতা পাচ্ছেন না।
১৬ জানুয়ারী মির্জাপুর-৭ আসনের উপনির্বাচন নিয়ে শংকা জানিয়ে ইসিকে আইন ও ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তিনি।