সাইবার নিরাপত্তা আইন মানুষের জন্য সরকারের ধারালো তরবারি : রিজভী
- আপডেট সময় : ০৫:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৮৬৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় শহরগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাইবার নিরাপত্তা আইন সাধারণ মানুষের জন্য সরকারের একটি ধারালো তরবারি। তবে মামলা দিয়ে বিএনপির রাজনৈতিক তরঙ্গ ও আন্দোলন থামানো যাবে না।
বরিশালে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ স্থানীয় নেতারা।একইসময় নগরীতে লিফলেট বিতরণ করে–ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও মহিলাদল।
সিলেটে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
ডেঙ্গু সচেতনতায় রাজশাহীতে লিফলেট বিতরণ করে জেলা ও মহানগর বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাইবার নিরাপত্তা আইন সাধারণ মানুষের জন্য সরকারের একটি ধারালো তরবারি। এভাবে মামলা দিয়ে বিএনপির আন্দোলন থামানো যাবে না। সভায় সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।