সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে সহিংসতা, ৩৮ মামলার সব আসামি খালাস
- আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
বগুড়ায় দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে আলোচিত সহিংসতার ঘটনায় ৩৮টি মামলায় জামাত-শিবিরের সব আসামীই খালাস পেয়েছে। সরকারি পক্ষের আইনজীবীরা সহিংসতার অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত তাদেরকে খালাস দিয়েছেন। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ২০১৩ সালের ৩ মার্চ বগুড়ায় তান্ডব চালায় জামাত-শিবির চক্র। সরকারি অফিস, পুলিশ ফাঁড়ি, রেলস্টেশনসহ বেসরকারি বহু স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়া হয়। সহিংসতায় শিশুসহ নিহত হয় ১২ জন। এ ঘটনায় পুলিশ ১০৪টি মামলা দায়েরের পর ৯৫টির চার্জশিট দেয়। প্রায় এক দশক বিচারের পর তথ্য-প্রমাণের অভাবে ৩৮টি মামলার সব আসামীই খালাস পেয়ে গেছে।
সরকারী আইনজীবীদের অবহেলায় অপরাধীরা খালাস পেয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। অপরাধীরা আরও বড় অপরাধ ঘটাতে পারে- এমন আশঙ্কায় উচ্চ আদালতে আপিলের দাবি তাদের।
তবে আপিলের কথা ভাবছেন না বলে জানালেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আলোচিত সহিংসতার আরো ৫৭টি মামলার বিচার এখনো আদালতে চলমান। এসব মামলায় দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশা সব মানুষের।