পিরোজপুরে পৌঁছেছে সাঈদীর মরদেহ
- আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৮২০ বার পড়া হয়েছে
পিরোজপুরে পৌঁছেছে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ। সকাল ১০টার পর সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স সাঈদী ফাউন্ডেশনে পৌঁছায়।
স্থানীয় জামায়াতের দলীয় সূত্র জানায়, জোহরের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে সাঈদীকে দাফন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালেই সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়। সাঈদীর মৃত্যুর খবরে সোমবার রাত থেকেই পিরোজপুরের ইন্দুরকানিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। উপজেলার চন্ডিপুর, বালিপাড়াসহ বিভিন্ন পয়েন্টে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। তবে ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে, বাধা দেয় জামায়াত ও সাঈদীর কর্মী-সমর্থকরা।
তাদের দাবি, ঢাকায় জানাজা না পড়িয়ে, সাঈদীর লাশ পিরোজপুর বা অন্যত্র নিতে দেয়া হবে না। এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সের চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে সাঈদীর অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এরই মধ্যে অ্যাম্বুলেন্স পাল্টে আরেক অ্যাম্বুলেন্সে তোলা হয় সাঈদীর মরদেহ। পরে পুলিশ পাহারায় ভোর পৌনে ৬টার দিকে সাঈদীর লাশবাহী ফ্রিজিং গাড়িটি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়।
এদিকে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আগামীকাল বুধবার এই জানাজা হওয়ার কথা। সকালে রাজধানীর মিন্টো রোডে সাঈদীর মৃত্যু এবং পরবর্তীতে জামায়াতের প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। খন্দকার গোলাম ফারুক বলেন, সোমবার রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না।