সাকিব আল হাসান ইনজুরি গুরুতর না হওয়ায় খেলছে পরবর্তী ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৯৫১ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় ভারতের পরবর্তী ম্যাচ খেলা নিয়ে নেই তেমন সংশয়।
কিউইদের বিপক্ষে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি টাইগার অধিনায়ক।
চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন টাইগার অধিনায়ক। রিপোর্টের অপেক্ষায় আছে টিম ম্যানেজমেন্ট। তার চোটের ধরনও অনুমান করতে পারছেন না দলের ফিজিও। মন্তব্য করতে চান রিপোর্ট হাতে পাওয়ার পর।
নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটের খোঁজে ব্যথা নিয়ে বোলিংও করেছেন সাকিব। ১০ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি। বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।