সাগর উত্তাল থাকায় চট্রগ্রাম বন্দরে সব ধরনের জাহাজ অপারেশন বন্ধ
- আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেটি ও বহিনোঙ্গোরে সব ধরনের জাহাজ অপারেশন বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর। ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নেয়ার পাশাপাশি নিজস্ব সতর্ক ব্যবস্থা অ্যালার্ট থ্রি জারি করা হয়েছে।
ভোরে বন্দর ভবনে অনুষ্ঠিত বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বন্দর চ্যানেলে অবস্থান করা সব ধরনের লাইটার জাহাজকে শাহ আমানত সেতুর ওপাড়ে চলে যেতে বলা হয়েছে। জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে পরবর্তী জোয়ারে ও বহি:নোঙ্গোরে থাকা মাদার ভেসেলগুলোকে কুতুবদিয়ার পাড়ে গভির সাগরে ডবল ইঞ্জিন চালু করে একটি থেকে আরেকটি নিরাপদ দুরত্ব বজায় রেখে সতর্কতার সাথে অবস্থান করতে বলা হয়েছে। জেটিতে ক্রেনসহ সব হ্যান্ডলিং ইকুইপমেন্ট প্যাক করার পাশাপাশি সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় তিনটি কন্ট্রোলরুম খুলেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে ডেলিভারি কার্যক্রমও ক্রমান্বয়ে বন্ধ করা হচ্ছে। আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেতের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ বন্দর চ্যানেল, জাহাজ, জেটি, ইয়ার্ড, শেড, হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।