সাজাপ্রাপ্ত হওয়া স্বত্ত্বেও অনেক সুবিধা দেয়া হয়েছে খালেদা জিয়াকে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়া স্বত্ত্বেও অনেক সুবিধা দেয়া হয়েছে। এর বেশি দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকিটা আদালতের বিষয় বলেও জানান তিনি। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা দেশে-বিদেশে বসে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি যুক্তরাজ্যের গ্লাসগোতে ‘বৈশ্বিক জলবায়ূ সম্মেলন’, লন্ডনে ‘Bangladesh Investment Summit ’ এবং প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো’র সাধারণ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে যোগ দেন সরকার প্রধান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা নেই বলেই অংশ না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, অমানবিক আচরণ করে এখন মানবিকতা আশা করতে পারেন না তারা।
ডিজেলের বর্ধিত দাম বিষয়ে, বিশ্ববাজারে উচ্চমূল্য ও সরকারের ভর্তুকি দেয়ার সীমারেখা তুলে ধরেন তিনি।
স্থানীয় সরকার নির্বচনে সহিংসতা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরো বলেন, কেবল পরিবেশ রক্ষার অনুকূলে প্রকল্প নেওয়া হলেই তা সরকার অনুমোদন দেবে।