সাজেকের অজ্ঞাত রোগে আক্রান্ত ৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির সাজেকের দুর্গম পাহাড়ে অজ্ঞাত রোগে আক্রান্ত ত্রিপুরা সম্প্রদায়ের সেই ৫ শিশু আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের কাছ থেকে শিশুগুলোর দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। গেল মাসের মাঝামাঝি সময়ে সাজেকের দুর্গম পাহাড়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একটি ত্রিপুরা পাড়ার ৮ শিশুর মৃত্যু হয়। গণমাধ্যমে এমন খবর প্রচার হলে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় গিয়ে আক্রান্ত আরো ৫ শিশুকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে আসে। টানা ১৭ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে শিশুরা। বিদায় বেলায় সেনাবাহিনীর সদস্য আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিশুদের অভিভাবকরা।