ইসরায়েলের একটি সাজোয়া যান ধ্বংস করার দাবি হামাসের
- আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ২০৪১ বার পড়া হয়েছে
গাজায় স্থল অভিযান চালানোর জন্য প্রবেশ করা ইসরায়েলের একটি সাজোয়া যান ধ্বংস করার দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। ওই যানে ১৪ জন ইসরায়েলি সেনা ছিল বলেও দাবি করেছে হামাস।
হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশনে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করার ভিডিও চিত্র সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে ইসরায়েলের কয়েকটি সাজোয়া যান সারিবদ্ধভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এ সময় আল-কাসসাম ব্রিগেডের নিক্ষিপ্ত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বহরের একেবারে সামনের যানটিকে আঘাত করে সেটিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে।
এতে থাকা ইসরায়েলের ১৪ জন সেনা নিহত হয়েছে। হামাস বলেছে, গাজা উপত্যকার শুজাইয়া এলাকায় ওই হামলা চালানো হয়েছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তেল আবিব গাজায় স্থল অভিযান চালানোর হুমকি দিলেও বড় ধরনের কোনো স্থল অভিযান এখনও শুরু হয়নি।
যদিও বিমান হামলা চালিয়ে তারা হাজার হাজার নিরস্ত্র নারী ও শিশুকে হত্যা করেছে। তবে গত তিনদিন ধরে ইসরায়েলি সেনারাস্বল্প মাত্রার স্থল অভিযান চালিয়ে আবার ফিরে যাওয়ার কথা বলছে।