সাড়ে চারশ’ সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গত দু’বছরে ডিএফপিতে পত্রিকার কোন কপি জমা না দেয়ায় সাড়ে চারশ’ সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এরই মধ্যে ১শ’ ভূতুড়ে পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাষ্ট্র ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমের পাশাপাশি সাংবাদিকদের নীতি-নৈতিকতার উপরও গুরুত্বারোপ করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো আলোচনা করেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও মঞ্জুরুল আহসান বুলবুলসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা।