সাতক্ষীরায় বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- আপডেট সময় : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় টানা কয়েকদিনের বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পানিতে তলিয়ে গেছে সদরের দুইটি ইউনিয়নের ১৪টি গ্রামের বসতবাড়ি ক্ষেতখামার । সময় মত পানি সরে না যাওয়ায় হতাশায় পড়েছেন হাজারও কৃষক। জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীর সাথে সংযোগ খালগুলো দিয়ে পানি দ্রুত নিরসনের চেষ্টা চলছে।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা এখন কাল হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলায় দুই ইউনিয়নে। অপরিকল্পিত মাছের ঘের ডেকে এনেছে সর্বনাশ। ষাটের দশকের স্লুইস গেট এখন অভিশাপে পরিণত হয়েছে।কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার প্রায় ১৪ টি গ্রামের মানুষ। কাঁচা ঘরবাড়ি, রাস্তা, মাছের ঘের আবাদী জমির ফসল তলিয়ে রয়েছে। এলাকার নারী, শিশু ও বয়স্করা পড়েছে চরম বিপাকে। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন-পার করছেন তারা।
নদীর সাথের সংযোগ খালগুলো দিয়ে পানি দ্রুত নিরসনের চেষ্টা চলছে জানান-পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অবৈধ নেট পাতা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে-জানান জেলা প্রশাসক। দ্রুত সংযোগ খাল খনন করে জলাবদ্ধতার কবল থেকে জনগনকে রক্ষার দাবি স্থানীয়দের।