সাতক্ষীরার ইউপি সদস্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার টেংরাখালীতে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমির হোসেন নামের একজন মারা গেছে। তিনি সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের সদস্য। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের দুই গ্রুপের সংঘর্ষ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।