সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আজ। সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
আজ সাক্ষ্য দিবেন ৩ জন সাংবাদিক।আলোচিত এই মামলা পরিচালনার জন্য ঢাকা থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীরসহ ৫ সদস্যের একটি দল সাতক্ষীরায় এসেছেন বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ। এর আগে, এ মামলায় ১৫ জন জনের সাক্ষ্য নেয়া হয়।২০০২ সালের ৩০শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে যান। ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে বোমা হামলা হয়।