সাতক্ষীরায় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, চালকসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ীতে থাকা তিন যাত্রী।
গেলরাতে উপজেলার ঈশ্বরীপুরের শওকতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাড়ী চালক আরাফাত মোল্লা এবং ইব্রাহিম হোসেন। স্থানীয়রা জানায়, আরাফাত মোল্লা ব্যক্তিগত গাড়ী নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হলে রাস্তায় গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয়রা আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শ্যামনগর থানার কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই আরাফাত ও ইব্রাহীমের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।