সাতক্ষীরায় জমে উঠেছে ৩০০ বছর পুরানো ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা
- আপডেট সময় : ০১:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জমে উঠেছে ৩০০ বছর পুরানো ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। ছোট থেকে বৃদ্ধ সব বয়সি মানুষের পদচারণায় এই মেলা পরিনত হয়েছে এক মিলন মেলায়। এদিকে, মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলা সনের ভাদ্র মাসের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পুজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হয় এই ঐতিহ্যবাহী গুরপুকুরের মেলা। মেলা উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ককে সাজানো হয়েছে নান্দনিক রূপে।এ পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে বিভিন্ন প্রকার তিন শতাধিক স্টল।
নিত্যপণ্য জিনিসপত্র থেকে শুরু করে মেয়েদের পোশাক, অর্নামেন্টস, প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। কেনাকাটার পাশাপাশি মেলা উপভোগের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা ও ট্রেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ।
এদিকে মেলার সময় বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা।
জেলা প্রশাসনের পক্ষে থেকেও দেওয়া হয়েছে সকল প্রকার সহযোগিতার আশ্বাস জানান সদর ইউএনও।
মেলায় সার্বিক নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সুপার।
প্রতিবছর এই মেলা এক মাস ব্যাপি হলেও এবছর অনুমোদন দেয়া হয়েছে মাত্র ১৫ দিনের জন্য। তাই মেলার সময়সীমা যাতে আরও কয়েকদিন বাড়ানোর দাবি স্থানীয়দের।