সাতক্ষীরায় হঠাৎ করে শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়
- আপডেট সময় : ০৫:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আবহাওয়া পরিবর্তন হওয়ায় সাতক্ষীরায় হঠাৎ করে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সরকারিভাবে সদর হাসপাতালে মাত্র ২৬ শয্যার বিপরীতে শতাধিক শিশু ভর্তি রয়েছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। ভর্তি হওয়ায় শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে বারান্দার মেঝেতে রেখে। এতে রয়েছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকাও।
আবহাওয়া পরিবর্তন হওয়ায় শিশুদের মাঝে নিউমোনিয়ার ছড়িয়ে পড়েছে। চলতি মাসের তিন সপ্তাহে ৫৩০ জন শিশু ভর্তি হয়েছে সদর হাসপাতালে। প্রতিদিন গড়ে ২৬ থেকে ৩০ জন করে ভর্তি হচ্ছে। আর এসময়ে মৃত্যু হয়েছে প্রায় ১৫ শিশুর। তবে, হঠাৎ করেই আশংকাজনক হারে বেড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডজনিত শিশু রোগীর সংখ্যা। মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে শিশু বিভাগ।
সঠিক সময়ে চিকিৎসকের দেখা না পাওয়ার অভিযোগ করছেন স্বজনদের। আর কর্তৃপক্ষ বলছেন চিকিৎসক ও জনবল সংকটের পরও সেবা প্রদানের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।
আবহাওয়া পরিবর্তনের ফলে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ বাড়ছে বলে জানান, চিকিৎসকরা।
শিশু রোগী হঠাৎ বেড়ে যাওয়া এবং জনবল সংকট থাকায় চেষ্টা করেও কাঙ্খিত সেবা দেয়া যাচ্ছে না বলে জানান সিভিল সার্জন।
জরুরী ভাবে শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল নিয়োগ দিয়ে শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি জানিয়েছে সাতক্ষীরাবাসী।