সাতক্ষীরা ও ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

- আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
সাতক্ষীরায় তালায় রাস্তা পার হবার সময় মটর সাইকেলের ধাক্কায় মনিরা বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূর স্বামী আব্দুল মান্নান শেখ জানান, সকালে জাতপুর বাজারের তার গ্রীলের ব্যবসা রয়েছে। তার স্ত্রী মনিরা বেগম জরুরী প্রয়োজনে তার দোকানে এসেছিল। এক পর্যায়ে রাস্তা পার হবার সময় তালা থেকে খুলনাগমী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়ী ফিরছিলেন আবদুল বাতেন নামে এক বৃদ্ধ। এসময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তিটি গুরুতর আহতে হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।