সাত দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি বিএনপির
- আপডেট সময় : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৬২৩ বার পড়া হয়েছে
আগামী ৭ দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতি চর্চার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এদিকে, নানা আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রেলী ও সমাবেশের মধ্যে দিয়ে সারাদেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু আগামী ৭ দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতির চর্চার আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রামে জিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসুচী পালন করেছে বিএনপি।সকালে নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়া স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।
খুলনা মহানগর বিএনপি আয়োজনে আলোচনা সভায় স্থানীয় বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল।
নাটোরে দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক রেলী বের করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
ময়মনসিংহের ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে যুবদলের নেতৃত্বে বর্ণাঢ্য রেলী বের করা হয়।
নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- জেলা শাখার সহযোগীতায় কর্মসূচিতে ৩০জন নেতাকর্মী রক্তদান করেন।
গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা হয়। শোভাযাত্রায় ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির উদ্দ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় এ দিবস পালিত হয়। আপস:…
নেত্রকোনায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য রেলী বের হয়। রেলীটি শহরের সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
বিল্পব ও সংহতি দিবস পালন করেছে মাগুরা জেলা বিএনপি ও সহযোগি সংগঠন। দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলোন, রেলি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরেন।
বরিশালে পৃথক সমাবেশ ও রেলি করেছে বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি পালন করা হয়েছে। সকালে কলাবাগান থেকে একটি বণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের গুরুত্বপুণ সড়ক পদক্ষিণ করে শহীদ জিয়ার ভাস্ককায্যে পুস্পাস্তবক অর্পণ করে।
নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জামালপুরে। এক আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন।
কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
এছাড়া জয়পুরহাট, কুষ্টিয়া, মানিকগঞ্জ, নওগাঁ,গাইবান্ধায়.নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।