সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সন্তান প্রসবের ঘটনায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ভর্তি ও চিকিৎসা না পেয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সন্তান প্রসবের ঘটনায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগের গঠিত পৃথক দু’টি তদন্ত কমিটি।
এরই মধ্যে দুই কমিটির ৬ সদস্য সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ। তিনি জানান, এরই মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে ৩ সদস্যর পৃথক দু’টি তদন্ত টিম তদন্ত শুরু করেছে।