সাধারণত বন্যার বছর ফসলের মূল্য বৃদ্ধি পায় : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সাধারণত বন্যার বছর ফসলের মূল্য বৃদ্ধি পায়। তাই চালের দাম এবং অন্যান্য সবজির দামও বেড়েছে। তবে কিছুদিনের মধ্যে দাম কমে আসবে।
করোনার মধ্যে মানুষকে এতো সাহায্য-সহযোগিতা করা হয়েছে যে, মানুষের এখন সাহায্যের প্রয়োজন নেই। সচিবালয় থেকে ভার্চুয়ালি– চীনের তৈরি দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর উদ্বোধনকালে তিনি এ কথা বলনে। মন্ত্রী জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিকলবাহা খালে নির্মিত ড্যাম এলাকার কৃষি ও পরিবেশ উন্নয়নে কাজ করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, কৃষি সচিব মোহাম্মদ নাসিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।