সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণ সামাজিকভাবে আরো ছড়িয়ে পড়ায় সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই কাল ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি হতে পারে।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি বলেন, আগামী ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি চাওয়া হয়েছে, আর ১৬ মে শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১৬ মে পর্যন্ত ছুটি হবে। সবশেষ গত ২৩ এপ্রিল সাধারণ ছুটির মেয়াদ ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ছুটির সময় জরুরি পরিষেবার বাইরে গণপরিবহন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী পোশাক কারখানা খোলার অনুমতি দেয়া হয়েছে।