সাধারণ মানুষের জন্য কিছুই করছেনা সরকার বরং প্রনোদনা দেয়া হচ্ছে দলীয়দের : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সাধারণ মানুষের জন্য কিছুই করছেনা সরকার বরং প্রনোদনা দেয়া হচ্ছে দলীয়দের । বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, প্রতিহিংসার কারণে সরকার বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যেতে দিচ্ছে না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাজেটে নিজ লোকদেরই প্রণোদনা দিচ্ছে সরকার। অভিযোগ করেন, মনগড়ার প্রবৃদ্ধির হার দেখিয়ে উন্নয়নের কথা বলা হচ্ছে।
খালেদা জিয়া মুক্ত থাকলে সরকার তাসের ঘরের মত উড়ে যাবে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা চাইলেও সরকার বেগম জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না।
সরকার মিথ্যাচার করে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনী বানাতে চায় জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবেনা।