সাধারণ মানুষ থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীদের জন্য আরেক আপদ হয়ে দাড়িয়েছে চালের বাড়তি দাম
- আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাধারণ মানুষ থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীদের জন্য আরেক আপদ হয়ে দাড়িয়েছে চালের বাড়তি দাম। অসাধু সিন্ডেকেট ধানের সংকট দেখিয়ে কয়েক দফায় বাড়িয়ে দিয়েছে চালের দাম। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে পর্যাপ্ত পরিমাণ ধান-চাল মজুদ রয়েছে। তারপরও কেন ধান চালের সংকট বলা হচ্ছে? তা বোধগম্য নয় অনেকেরই। আর চালের বাড়তি দাম নিয়ে অস্বস্তিতে আছেন সরকার তা গতকাল স্বীকার করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
বেশ কিছুদিন ধরেই চালের বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। সাধারণ ক্রেতা এবং ব্যবসায়িদের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। হঠাৎ চালের দামে নানা কারসাজিতে শঙ্কিত মানুষ।
অভিযোগ উঠেছে, চালের বাজারে এই কৃত্তিম সংকটের তৈরীর নেপথ্যে কাজ করছে একদল মিলার সিন্ডিকেট। মিলাররা কারখানা থেকে সঠিক সময় চাল ছাড়ছে না, ফলে কৃত্তিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে বলে জানান পাইকারি ব্যবসায়িকরা।
এক ব্যবসায়ি বলেন, ১০/১৫ বছর আগে মিলাররা এভাবে চালের দাম ইচ্ছে মত বৃদ্ধি এবং বিক্রি করতে পারতেন না। বর্তমানে অসংখ্য চাল কারখানা হওয়ায় চালের বাজার কেন্দ্র করে গড়ে উঠেছে অসাধু সিন্ডিকেট।
রাজধানীসহ সারাদেশে সব ধরনের চালের মূল্য বাড়ানোর সংগে জড়িত মিল-মালিক এবং সিন্ডিকেট।