সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় বাংলাদেশ নারী দলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় বাংলাদেশ নারী দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্নক বাংলাদেশ। এগিয়ে যেতেও সময় লাগেনি বেশিক্ষন। ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুন থ্রু ঠেলে দেয় প্রতিপক্ষ বিপদসীমায়। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন স্বপ্না। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। গোল করেন কৃষ্ণা রাণী সরকার। বিরতির পর আরো এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।