সাবলম্বী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, করোনাকালে সরকার সাময়িক সাহায্য দিচ্ছে। তবে সাহায্যের জন্য বসে থাকলে চলবে না। সবাইকে সাবলম্বী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রতিজনকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রীর ৩০ কেজির বস্তা দেয়া হয়। ৫শ’ জনের মাঝে এ সব সামগ্রী বিতরণ করা হয়।