সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ১৫ বছর আজ
- আপডেট সময় : ১০:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ১৫ বছর আজ। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন জটিলতা ও সাক্ষী না আসায় বিলম্বিত হচ্ছে। এ অবস্থায় বিচার নিয়ে এখনও অনিশ্চয়তা কাটছে না নিহতদের পরিবার ও স্থানীয়দের।
২০০৫ সালের এ দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভার শেষ মুহূর্তে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ নিহত হন ৫ জন। আহত হন আরও ৭০ জন। এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ৩২ আসামীর মধ্যে হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গউছ ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১০ জন বর্তমানে জামিনে। আর খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ৮ জন পলাতক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জন কারাগারে আটক। ৪ বছর আগে হত্যাকান্ডের বিচারকাজ শুরু হলে ১৭১ জন সাক্ষীর মাঝে সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪১ জন।
আসামী ও সাক্ষীদের একটি বড় অংশ আদালতে হাজির না হওয়ার বিচারকাজ বিলম্বিত হচ্ছে বলে জানালেন গ্রেনেড হামলায় আহত স্থানীয় এমপি। আইনী জটিলতায় বিচার বিলম্বিত হলেও এ সরকারের আমলেই বিচারকাজ শেষ হবে বলে আশাবাদী মামলার বাদী। ঘটনার সঠিক তদন্ত হয়নি এবং বানোয়াট চার্জশীট দেয়া হয়েছে বলে অভিযোগ স্বয়ং শাহ্ এএমএস কিবরিয়ার ছেলের। বর্তমান সরকারের আমলেই এ হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করে এলাকাবাসী প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।