সাবেক আইজিপি শহীদুল হকসহ ৩ জনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৮০০ বার পড়া হয়েছে
শুনানি শেষে কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা সুলতানার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ।
টাঙ্গাইলে হত্যা ও ভাঙচুর মামলায় সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে রায় দেয় দেয় আদালত।