সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
- আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি দলীয় সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বের তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, ‘মানবতা বিরোধী অপরাধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শিগগিরই এ দণ্ড কার্যকর হবে বলে আশা করছেন তারা। অপরদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান বলেন, ‘অভিযোগগুলো সঠিক নয়। আপিলে খালাস পাবেন তিনি।’ ২০১৬ সালের ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর ২০১৭ সালের ১৮ মে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। ২০১৮ সালের ৩মে এই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৯ সালের ১১ এপ্রিল মোমিন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সালের ২৩ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ১৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন। ১৯৭৮ সালে আবদুল মোমিন তালুকদার বিএনপিতে যোগ দেন।