সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে মাগুরা ও লক্ষ্মীপুরে মামলা
- আপডেট সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মাগুরা ও লক্ষ্মীপুরে মামলা হয়েছে।
দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট রোকনুজ্জামান খান বাদী হয়ে জুডিসিয়াল-১ আদালতে এ মামলা করেন।মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। মামলার বাদী বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচীপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যা যে কোন নারীর জন্য মর্যাদা হানিকর। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা বলে জিয়া পরিবারকে দেশের মানুষের কাছে হেয় করেছেন।
এদিকে, লক্ষ্মীপুরে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক এ মামলাটি করেন।