সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৫২ বার পড়া হয়েছে
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাত ১১টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসের বলেন, মামলার পর এমএ মান্নানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ২ সেপ্টেম্বর সদর থানায় হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই মামলায় দুই নাম্বার এজাহারভুক্ত আসামি এম এ মান্নান। বাদির ভাই শিক্ষার্থী জহুর আহমদ ওই হামলায় গুলিবিদ্ধ হন।