সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
- আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাউদ্দিন জনস্বার্থে এ রিট করেন। রিটে দুর্নীতি দমন কমিশন-দুদকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। যুক্তরাজ্যে প্রায় ২ হাজার ৭৭০ কোটি টাকা মূল্যের সম্পত্তি গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।
সাইফুজ্জামান চৌধুরী গত জানুয়ারি পর্যন্ত পাঁচ বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে, যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস করপোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং এইচএম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান পায় বার্তা সংস্থা ব্লুমবার্গ। ব্লুমবার্গের অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, মধ্য লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে, ইংল্যান্ডে বাংলাদেশি সম্প্রদায়ের বৃহত্তম আবাস টাওয়ার হ্যামলেটস এবং লিভারপুলে ছাত্রদের আবাসন পর্যন্ত বিস্তৃত তার সাম্রাজ্য। ২৫০টি সম্পত্তি বিশ্লেষণ করে দেখা যায়, এসব সম্পত্তির প্রায় ৯০ শতাংশ নতুন অবস্থায় কেনা হয়।