সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ
- আপডেট সময় : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন আজ। রংপুরের পল্লী নিবাসে তার সমাধীতে শ্রদ্ধা নিবেদনসহ কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। উন্নয়নের রূপকার এরশাদ তাঁর কর্মের মাধ্যমেই চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
জাতীয় পার্টির চেয়ারম্যান, পল্লীবন্ধু প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্ম ১৯৩০ সালের ২০ মার্চ। এরশাদ তার নানা বাড়ি কুড়িগ্রামের লাল দালান খ্যাত বাড়িতে জন্মগ্রহণ করেন। জন্মের পর বেড়ে ওঠা রংপুরে। বসবাস করেন রংপুর সেনপাড়া স্কাই ভিউতে।পরে তিনি রংপুরের পল্লী নিবাস নির্মাণ করে বাড়িতে ওঠার আগে, ২০১৯ সালের ১৪ই জুলাই ইন্তেকাল করেন। তাঁকে বর্তমান পল্লী নিবাসে সমাহিত করা হয়।
অবহেলিত রংপুরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়েছেন প্রয়াত সফল রাষ্ট্রপতি এরশাদ; এমনটাই দাবি তার ভক্তদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশবাসী তথা রংপুরের মানুষ চিরদিন স্মরণ রাখবে। এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক; আদর্শবান নেতা এবং রংপুরের গর্ব। অবহেলিত রংপুরসহ দেশের সর্বিক উন্নয়নে এরশাদের ভূমিকা দেশবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে বলে জানালেন রংপুর সিটি করপোরেশনের মেয়র।
এরশাদ মানে রংপুর আর রংপুর মানে এরশাদ।তার প্রতিফলন গত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও নগরবাসী দেখিয়েছেন। এরশাদের উন্নয়ন ও ভালোবাসার কারণে রংপুর তথা বেশবাসীর মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল এমনটাই জানান মোস্তাফিজুর রহমান মোস্তফা।
জন্মদিনে রংপুর পল্লী নিবাসে হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ছাড়াও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।