সাভারের চামড়া শিল্প নগরী পরিবেশ বান্ধব করা না হলে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারী -বিটিএ
- আপডেট সময় : ০৮:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
প্রতিশ্রুতি মতো সাভারের চামড়া শিল্প নগরী পরিবেশ বান্ধব করা না হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছে ট্যানারি মালিকদের সংগঠন-বিটিএ। এক্ষেত্রে বিসিক, চীনা ঠিকাদার ও বুয়েটের কনসালটেন্টদের দায়ী করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে বিটিএ চেয়ারম্যান জানান, কুরবানির ঈদে সারাদেশে থেকে ৯০ থেকে ৯৫ লাখ পিস চামড়া সংগ্রহ করা সম্ভব হবে।
ঈদের তৃতীয় দিনে অনেকটা ঢিলেঠালা পোস্তার চামড়ার বেচাকেনা। এ দিনও খুব একটা দাম না পেয়ে ক্ষোভ জানান বিক্রেতারা।
আর ক্রেতাদের দাবি খরচ বেড়ে যাওয়া মূল্য কমার জন্য দায়ী ।
আড়তদার সমিতির মতে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনলে লাভের মুখ দেখবে আড়তদাররা ।
এদিকে, দুপুরে চামড়া শিল্পের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকদের সংগঠন-বিটিএ বলছে এ পর্যন্ত চার লাখ পিস চামড়া ট্যানারিতে প্রবেশ করেছে।
আন্তর্জাতিক মান সম্পন্ন কমপ্লায়েন্স শিল্প নগরীর গড়ে তোলা গেলে ২০৩০ সালের মধ্যে ১২ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা।