সাভারের দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে কর্তৃপক্ষ।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাড়িতে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।এলাকাবাসী জানায়,প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় বাংলাবাজার এলাকার প্রভাবশালীরা ব্যক্তিরা।পরে আজ সকালে ওই এলাকার প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।এসময় গ্যাসের চুলা ও রাইজারগুলো খুলে নেয়া হয়।এসময় একটি চানাচুর কারখানাসহ দুটি কারখানায় নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।