সাভারে অনুষ্ঠিত হলো পৌর-বিএনপির কর্মী সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সাভারে অনুষ্ঠিত হলো পৌর-বিএনপির কর্মী সম্মেলন।
দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনী এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে সাভার ও আশুলিয়া বিএনপির কয়েক’শ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। দীর্ঘ দিন পরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যতা দেখা দেয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সহ-সভাপতি আব্দুর গফুরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কর্মী সন্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এদিকে, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পাঁচটি ইউনিটের বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালু রাখার ঘোষণা দেন।