সাভারে আমিনবাজারে তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও নিখোঁজ ২ জন উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সাভারে আমিনবাজারে তুরাগ নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও নিখোঁজ ২ জনের উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-বাহিনী, কোষ্ট গার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সকাল সাড়ে ৮ টা থেকে ২ য় দিনের মত উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। আলো স্বল্পতার জন্য গতকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রেখেছিলো ডুবুরি দল। উল্লেখ্য- শনিবার ভোরে সাভারের আমিনবাজার কেবলারচর থেকে দীপনগরে যাওয়ার সময় তুরাগ নদীতে মাঝপথে দুইটি বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহি নৌকা ডুবে। ওই সময় নৌকা থেকে ১১ জন সাতরে তীরে পৌছালেও ৫ শিশুসহ ও দুই নারী নিখোঁজ হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪ শিশুসহ ১ নারীর মরদেহ উদ্ধার করে বিভিন্ন বাহিনীর ডুবুরির দল।