সাভারে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল— এ স্লোগানে সাভারে উদ্বোধন করা হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট।
ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় উপস্থিত ছিলেন হাজী ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফখরুল আলম, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা ও থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাভার থানার ওসি এএফএম সায়েদসহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় অংশ নেয় চার দল। মাসব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৩২টি দল। এদিকে, এই টুর্নামেন্টে খেলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আরাফাত সানি।