সাভারে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাভারে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচী পালন করেছে যুবলীগ।
দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচী পালন করে যুবলীগের নেতা-কর্মীরা। এতে বিভিন্নস্তরের নেতা কর্মীরা অংশ নেয়।সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদের নেতৃত্বে গণ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে থানা বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় বক্তরা বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে যে ষড়যন্ত্র চলছে তা কোন ভাবেই বরদাশত করা হবে না।