সাভারে ট্রাফিক পুলিশের অবহেলায় তীব্র যানজট

- আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাভারে ট্রাফিক পুলিশের দায়িত্ব অবহেলার কারণে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বাসযাত্রীরা জানায়, গেল এক সপ্তাহ ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। উলাইল থেকে থানা বাসষ্ট্যান্ড পৌঁছাতে যেখানে সময় লাগতো মাত্র পাঁচ মিনিট সেখানে এখন সময় লাগছে এক ঘন্টারও বেশী। যানজটে নাকাল হয়ে অসহনীয় দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। যাত্রী ও চালকদের দাবি ট্রাফিক পুলিশের দায়িত্ব অবহেলার কারণে এই মহাসড়কে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কোন ভুমিকাই চোখে পড়েনি। গেল এক সপ্তাহ ধরে থানা বাসষ্ট্যান্ড থেকে মুক্তিরমোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টও তীব্র যানজট হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা বলছেন, যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন।