সাভারে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক কারখানার সামনে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সাভারের একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় নিরাপত্তা রক্ষীরা শ্রমিকদের উপর হামলা চালালে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার এ্যাপারেল ভিলেজ লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। শ্রমিক নেতারা জানান, ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় ৫ হাজার শ্রমিক। করোনার মাঝে গত কয়েকদিনে নানা অজুহাতে ২০ জনের বেশী শ্রমিককে বেতন না দিয়ে ছাঁটাই করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা চাকুরীতে পূনর্বহাল ও বেতনের দাবিতে শ্রমিক নেতাদের নিয়ে কারখানার সামনে অবস্থান নিতে গেলে নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের উপর হামলা চালায়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। বেতন না পাওয়া পর্যন্ত তারা কারখানার সামনে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।