সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত বিজ্ঞানীদের স্মৃতি রক্ষা ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ গ্রহণ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের পরিবার ও স্বজনরা। সেই সঙ্গে পাঁচ দফা দাবি জানিয়ে সেগুলো পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সকালে ঢাকার শাহবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তরুণ পরমাণুবিজ্ঞানী পূজা সরকার, ড. আরিফুজ্জামান, ফারহানা ইসলাম ও প্রকৌশলী কাওসার আহমেদ রকী হতে পারতেন দেশের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। নিহতদের মধ্যে পূজা সরকার ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন উল্লেখ করে বক্তারা আরও বলেন, এই নির্মম ঘটনায় মায়ের সঙ্গে হারিয়ে গেলো সেই নিষ্পাপ অনাগত শিশুটিও। এরই মধ্যে দুর্ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও কোনো দোষী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।