সামরিক জান্তা সরকার গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘকে সতর্ক করেছেন মিয়ানমারের দূত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মিয়ানমারে সামরিক জান্তা সরকার গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘকে সতর্ক করেছেন, মিয়ানমারের দূত কিয়াও মোয়ে তুন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে বিষয়টি উল্লেখ করে চিঠি দেন তিনি। চিঠিতে মিয়ানমারের দূত বলেন, জুলাইয়ে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চল থেকে ৪০টি মরদেহ উদ্ধার হয়। এছাড়া কানি নামে একটি শহরে ৯ ও ১০ জুলাই ১৬ জনকে হত্যা করে সামরিক জান্তা। কিয়াও মোয়ে তুন চিঠিতে বলেন, এই নৃশংসতা আর চলতে দেয়া যায় না। ক্ষমতাসীন জান্তা সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং মিয়ানমারে মানবিক হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।