সামরিক শক্তিতে প্রথম স্থান দখল করলো চীন
- আপডেট সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিশ্বের এক নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সামরিক শক্তিতে প্রথম স্থান দখল করলো চীন। বিশ্বের প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট- মিলিটারি ডিরেক্টরের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা ও সামরিক খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েও দ্বিতীয় স্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র।
এ তালিকায় তৃতীয় স্থানে রাশিয়া, চতুর্থ ভারত এবং পঞ্চম স্থান দখল করেছে ফ্রান্স। ব্রিটেন রয়েছে ৯ম স্থানে। বাজেট বরাদ্দ, সক্রিয় এবং নিষ্ক্রিয় সেনাবাহিনী, বায়ু–জল–স্থল সীমানা, পারমাণবিক সম্পদ, সেনাদের গড় বেতন, অস্ত্রশস্ত্রের মতো বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। সামরিক শক্তি সূচক হিসেবে প্রত্যেকটি দেশকে ০ থেকে ১শ’–এর মধ্যে নম্বর দেয়া হয় । ওই তালিকায় চীনের নম্বর ১শ’তে ৮২। আমেরিকার ৭৪ এবং ভারতের ৬১।রিপোর্টে আরও জানানো হয়, প্রতি বছর সামরিক খাতে আমেরিকার ব্যয়ের পরিমাণ ৭৩২ বিলিয়ন মার্কিন ডলার। চীনের সামরিক খাতে বাজেট বরাদ্দ ২৬১ বিলিয়ন ডলার এবং ভারতের ৭১ বিলিয়ন মার্কিন ডলার।