সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ৭১ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গণজমায়েত ঠেকাতে তিনটি সাপ্তাহিক হাট বন্ধ করে দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও হাট বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মিন্টু বিশ্বাস। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ সময় সমাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশ অমান্য করায় ৭১ জনকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, উপজেলার সাজাইল, নড়াইল ও জাটিগ্রামের কাঠামদরবস্ত বাজারে সাপ্তাহিক হাট বসার খবর পেয়ে অভিযান চালানো হয়।