সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা পুলিশ শক্ত হাতে দমন করেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা পুলিশ শক্ত হাতে দমন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, পুলিশের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। জনগণের সেবায় বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। পুলিশের ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
পদ্মসেতুর উত্তর ও দক্ষিণ থানাসহ পুলিশের ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবায় কাজ করছে পুলিশ।
ব্যাংকের এমডি পদ ছাড়ায় বিষয়টি মানতে না পেরে ড. ইউনুস মিথ্যা অভিযোগ এনে পদ্মা সেতুতে বিশ্বব্যংকের অর্থ বন্ধ করতে কাজ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই পুলিশ বাহিনীর উন্নয়নে কাজ শুরু হয় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।